নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আগামী বছর ২০২৬ এর প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাজপথে বাংলার ট্যাবলোর দেখা পাওয়া যাবে না।

তৃণমূল সূত্রে খবর, আগামী বছর রাজ্য সরকার প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলার প্রতিনিধি হিসাবে ‘মনীষীদের নিয়ে তৈরী’ একটি ট্যাবলো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকাকে সর্বভারতীয় মঞ্চে তুলে ধরতে বাংলার সাধারণতন্ত্র দিবসের ট্যাবলো বিপ্লবী ও মনীষীদের ছবি দিয়ে সাজানো হয়েছিল। কিন্তু তাতে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিল না। রুচি-সংস্কৃতির আদলে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো সাজালেও প্রতিরক্ষা মন্ত্রক মূল থিম নির্দিষ্ট করে।

এবারও সংশ্লিষ্ট প্রতিনিধিরা রাজ্যের ট্যাবলো থিম নিয়ে তিন দফায় বিশেষজ্ঞ দলের সাথে বৈঠক করলেও সেই বৈঠকে কোনো সাফল্য পাওয়া যায়নি। এদিন তৃণমূল সাংসদ মালা রায় জানান, ‘‘মনীষীদের প্রতি মুহূর্তে অপমান। দাদা বলে সম্বোধন। আজ সেই মনীষীদের নিয়ে ট্যাবলোটাও বাতিল করে দিল। কেন্দ্র মনীষীদের নামে ট্যাবলো করাতে চায়, এদিকে বাংলার মনীষীদের ট্যাবলো বাতিল হয়ে গেল। বাংলার এই অসম্মান আগে কখনোই হয়নি। বিজেপি এটা শুরু করেছে।’’ এখনো বিজেপির তরফে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, এটা প্রথম নয়। গতবছরও অনুমোদন পায়নি বাংলার ট্যাবলো। সেই একই ছবি বজায় রইল আসন্ন বছরেও। এছাড়াও ২০২০ এবং ২০২২ সালেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের ট্যাবলো বাতিল করে দিয়েছিল কেন্দ্র। বরাবরই এই বিশেষ দিনে বাংলাকে ‘ব্রাত্য করার’ নেপথ্যে ‘বৈষম্য়ের রাজনীতি’ রয়েছে বলেই অভিযোগ তৃণমূলের। এবারও আক্রমণ বজায় থাকল ওই অভিসন্ধিকে সামনে রেখেই।










