নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব মেদিনীপুরঃ আগামী ৩০ শে এপ্রিল অর্থাৎ অক্ষয়া তৃতীয়াতে পূর্ব মেদিনীপুরের দিঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হতে চলেছে। এবার তার আগেই রবিবার বিকেলে দিঘার মাইতি ঘাটের কাছে ভাসমান অবস্থায় জগন্নাথ দেবের একটি কাঠের মূর্তি উদ্ধার হয়েছে। যা ঘিরে শোরগোল পড়ে যায়। মন্দির উদ্বোধনের আগে এমন ঘটনায় সকলে উৎসাহী হয়ে উঠেছেন।
পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে অক্ষয় তৃতীয়ার দিন দিঘাতেও জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে। এবার ঠিক তার সপ্তাহখানেক আগে নিজেই যেন জগন্নাথ দেব চলে এলেন। জানা গিয়েছে, এদিন বিকালবেলা শ্রমিকরা ওই মাইতি ঘাটের পাশেই আরো একটি ঘাট নির্মাণের কাজ করছিলেন। তখনই সৈকতে ভাসতে ভাসতে জগন্নাথ দেবের কাঠের মূর্তিটি তটে এসে পড়ে। যা দেখে কর্মরত শ্রমিকরা রীতিমতো তাজ্জব হয়ে পড়েন। সামনেই মন্দির উদ্বোধন। আর তার আগে এমন ঘটনায় ভক্তি যেন আরো দ্বিগুণ হয়ে উঠেছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, দিঘায় নতুন মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে একদিকে যেমন বাংলা জুড়ে উৎসাহের আবহ তৈরী হয়েছে, তেমন অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা সহ প্রতিটা বিষয় নিয়ে প্রশাসনের উপর কড়া নির্দেশিকা জারি করেছেন। উদ্বোধনের দিন শিল্পপতি থেকে সাধারণ মানুষ সকলেই উপস্থিত থাকবেন। প্রশাসনের অনুমান, প্রায় সাড়ে ছয় হাজার মানুষের জমায়েত হতে পারে। এছাড়াও, শিল্পপতিদের জন্যও একটি কনভেনশন সেন্টার তৈরী করা হয়েছে। জরুরীকালীন পরিস্থিতির জন্য জলের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সহ অ্যাম্বুলেন্স পরিষেবা থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here