নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ সোমবার গভীর রাতেরবেলা গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রামপুরহাট থানার পুলিশ বীরভূমের রামপুরহাট থানার জয়রামপুর গ্রামে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেন। তিন জন দুষ্কৃতী রামপুরহাটের বগটুই গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন জন সশস্ত্র দুষ্কৃতী রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এরপর পুলিশের একটি টহলদারি ভ্যান অভিযান চালিয়ে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করে।
Sponsored Ads
Display Your Ads Here
ওই দুষ্কৃতীদের কাছ থেকে ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। পুলিশী জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতদের নাম জাবেদ শেখ, আনারুল শেখ এবং হাসিরুদ্দিন শেখ।
Sponsored Ads
Display Your Ads Here