অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা হচ্ছে। এরমধ্যে শাসকদলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যোগ দেওয়ার কথা। ইতিমধ্যেই জেলা থেকে কয়েক হাজার অধ্যাপক এসেছেন। সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অন্দরেই ওপেন এয়ার থিয়েটারে এই সভা শুরু হয়েছে। কিন্তু ব্রাত্য বসু আসার খবর সামনে আসতেই বিগত কয়েকদিন ধরেই ক্যাম্পাসের চত্বর উত্তপ্ত হতে থাকে।
বিগত কয়েক মাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবীকে সামনে রেখে লাগাতার আন্দোলনও হয়ে গিয়েছে। এবার শিক্ষা মন্ত্রীকে হাতের কাছে পেয়ে বাম ছাত্র সংগঠনগুলি আন্দোলনের তীব্রতা আরো বাড়াতে চাইছে। সূত্রের খবর, ব্রাত্য বসুর সামনেই ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে এসএফআই আন্দোলনে নামতে চলছে। আর অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলিও রয়েছে। প্রসঙ্গত, এসএফআই বর্তমানে কলা বিভাগে ছাত্র সংসদের ক্ষমতায় রয়েছে। বর্তমানে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ক্যাম্পাসের বাম ছাত্র নেতারা সহ অতিবাম ছাত্র সংগঠন আরএসএফও ত্রিপাক্ষিক বৈঠক চাইছেন।
Sponsored Ads
Display Your Ads Here
সকালবেলা ১১টাতে আবার ওএটির সামনে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে। এমনকি ব্রাত্য বসুর ছবি সামনে রেখে গেট আউট পোস্টারও সামনে রাখা হয়েছে। এসএফআই নেত্রী কৌশিকী ভট্টাচার্য জানান, “আমরা কোনো বিশৃঙ্খলা চাইছি না। ইউনিয়ন ইলেকশন নিয়ে আমরা ত্রিপাক্ষিক বৈঠক চাই। আমরা চাই উনি যেন পড়ুয়াদের একটু সময় দেন। আমরা উপাচার্যের কাছেও আবেদন জানিয়েছি। আমরা চাই অথরিটির পক্ষ থেকেও এই বৈঠকে প্রতিনিধিরা থাকুক।” তবে শাসক দলের অধ্যাপক সংগঠনের প্রতিনিধি তথা যাদবপুরের অধ্যাপক মনোজিৎ মণ্ডল বলেন, “ছাত্রদের কোনো বক্তব্য থাকলে ওরা বিকাশভবনে যেতে পারে।”
Sponsored Ads
Display Your Ads Here