নিজস্ব সংবাদদাতাঃ গতকাল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিরা পর্যটকদের উপর যে নারকীয় হামলা চালিয়েছিল সেই হামলায় এখনো অবধি ২৮ জনের মৃত্যু হয়েছে। আর যারা এই নৃশংসতার শিকার হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশেষ উদ্যোগ নিয়েছে। মূলত, আজ বিসিসিআই আইপিএলের ম্যাচে কয়েকটি পরিবর্তন করবে। অর্থাৎ আইপিএলের ম্যাচে বেশ কিছু দৃশ্য দেখা যাবে না।
![]()
সূত্রের খবর, এদিন হায়দ্রাবাদে আইপিএলের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রবাদের মুখোমুখি হওয়ার কথা। আর এই ম্যাচে বিসিসিআই মোট তিনটি পরিবর্তনের কথা ভেবেছে। প্রথমত, একানায় খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। সাথে আজকের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলবেন। আর আম্পায়ররাও কালো আর্মব্যান্ড পরে থাকবেন।
দ্বিতীয়ত, আইপিএলের সকল ম্যাচেই সাধারণত বাজি এবং আলোর প্রদর্শনী হয়ে থাকে। ইনিংস বিরতিতে আলো ও লেজার শো হয়। ম্যাচ শেষে বাজি প্রদর্শনী হয়। কিন্তু আজকের ম্যাচে এইভাবে উল্লাস প্রকাশ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয়ত, আইপিএলের প্রতিটি ম্যাচেই চিয়ারলিডারদের পারফর্ম করতে দেখা যায়। ব্যাটাররা চার, ছয় মারলে বা বোলাররা উইকেট নিলে চিয়ারলিডাররা নিজ নিজ দলের হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রবাদের এই ম্যাচে চিয়ারলিডাররা পারফর্ম করবেন না।