মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ শুরু হয়। জানা গিয়েছে, তৃণমূলের লোকজন বুথ জ্যাম করে ভোট করাচ্ছেন। এই নিয়ে অভিযোগ পেতেই কৌস্তভ বাগচী সংশ্লিষ্ট বুথে যাচ্ছিলেন। এরপর তিনি পৌঁছাতেই তাঁকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি বুথে ঢুকতে গেলে কৌস্তব বাগচীর গাড়ি ভাঙচুর করা হয়।
তবে সেখানে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেন। বিজেপি নেতা কৌস্তভ বাগচী বলেন, “আমার গাড়ি ভাঙচুর হয়েছে। বুথ জ্যাম করছিল। আমাকে হেনস্থা করা হয়েছে। এমনকি আমার নিরাপত্তারক্ষীর অস্ত্র কেড়ে নেওয়া হয়। চূড়ান্ত অরাজকতা তৈরী হয়েছে। আমি বারবার ভোটারদের বোঝাতে গিয়েছিলাম যে, যাতে তারা কোনোরকম ভয় না পেয়ে যাতে ভোট দেন। আর এরপরই এই ঘটনা ঘটিয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here