বামেদের নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্র এস এন ব্যানার্জি রোড
চয়ন রায়ঃ কলকাতাঃ আজ বামেদের দশটি যুব সংগঠনের চাকরীর, দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজ্যে নারী নিরাপত্তা সহ আরো অন্যান্য দাবী নিয়ে নবান্ন অভিযান করে। আর এই নবান্ন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে এস এন ব্যানার্জি রোড রণক্ষেত্র চেহারা নিল। বামেদের অবরোধ তুলতে বামপন্থী কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চরমে পৌঁছায়।
কলকাতা পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, পুলিশকে লক্ষ্য করে প্রথমে মিছিল থেকে বামপন্থী কর্মী সমর্থকরা ইটপাটকেল ছোঁড়ে। এরপর বাধ্য হয়েই পুলিশ লাঠিচার্জ করেছে। জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে বাধ্য হয়ে পুলিশকে জলকামান ছুঁড়তে হয়। এছাড়া কাঁদানে গ্যাসের শেলও ফাটায় পুলিশ।
পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন বামপন্থী কর্মী সমর্থক আহত হয়েছে বলে দাবী করেছে বামেরা। অন্যদিকে বামেদের ইটের আঘাতে কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন।