নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের সিউড়ি থানার কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর এলাকায় খেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি চালায় ও বাঁশ দিয়েও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এমনকি একে অপরের উপর মারধরও শুরু করে। এই ঘটনায় প্রায় ১২ জন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিনের খেলাকে কেন্দ্র করে শেখ জালালউদ্দিন গোষ্ঠীর লোকজনের সাথে স্থানীয় পঞ্চায়েত সদস্যা রওসানাড়া বিবির লোকজনের অশান্তি শুরু হয়। এই রওসানাড়া বিবি সিউড়ি দুই নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামী। অভিযোগকারীদের দাবী, “রওসানাড়া বিবি এলাকায় যেকোনো সরকারী কাজে টাকা নিচ্ছে। তাই জালালউদ্দিন গোষ্ঠীর সদস্যদের প্রতিবাদের জেরে এই বুথ পরিচলনার জন্য কমিটি তৈরী করা হয়। যা নিয়ে পঞ্চায়েত সদস্যার সদস্যরা এসে অশান্তি করেছে। মারধর করেছে।
তবে রওসানাড়া বিবির সদস্যরা পাল্টা দাবী জানিয়েছেন, “জালালউদ্দিন গোষ্ঠীর সদস্যরা ইচ্ছা করে অশান্তি পাকাচ্ছে। ভাঙচুর করছে। মারধর করছে।” এদিকে সিউড়ি থানার পুলিশ খবর পেয়ে নতুন করে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে সে কারণে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পাশাপাশি আহতদের প্রত্যেককেই সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যদিও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।