তৃণমূল কর্মীদের উপর মারধরের ঘটনায় রণক্ষেত্র ছাতনা
দেবব্রত মন্ডলঃ বাঁকুড়াঃ বাঁকুড়ার ছাতনা বিধানসভার মন্ডলকেশরা বুথে বিজেপি কর্মী তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
বাঁকুড়ার ছাতনায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠলো। তৃণমূলের অভিযোগ, “মন্ডলকেশরা বুথে তৃণমূল কর্মীদের উপর কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। এমনকি পরে বাগজুড়ি বুথ থেকে তাদের পোলিং এজেন্টকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়”।
এছাড়া এই ঘটনার সাথে সাথেই বিজেপি কর্মীরা তৃণমূলের একজন কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এরপরেই ক্ষিপ্ত তৃণমূল কর্মীরা ছাতনা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে।