মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ দীর্ঘদিন ধরেই উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম যকৃতের ক্যানসারে ভুগছিলেন। কিন্তু আর শেষ রক্ষা হলো না। আজ দুপুর ১ টা ১৫ মিনিট নাগাদ দত্তপুকুর থানার অন্তর্গত বয়রা গ্রামে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৬১ বছর।
উল্লেখ্য, ২০০৯ সালে নুরুল ইসলাম বসিরহাট থেকে তৃণমূল টিকিটে ভোটে দাঁড়িয়ে প্রথমবার সাংসদ হয়েছিলেন। এরপর ২০১৪ সালে জঙ্গিপুর থেকে প্রার্থী হয়ে হেরে যান। এরপর ২০১৬ সালে বসিরহাট লোকসভার অধীন হাড়োয়া বিধানসভায় তৎকালীন তৃণমূল বিধায়ক জুলফিকার আলির বদলে নুরুল ইসলামকে টিকিট দিলে তিনি জয়ী হয়ে বিধায়ক হন। তারপর ২০২১ সালে আবারও হাড়োয়ার বিধায়ক হন। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি নেত্রী রেখা পাত্রের বিপরীতে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করেন।
নুরুল ইসলাম ২০২৪ সালের নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই অসুস্থতাজনিত কারণে বেশ কয়েকবার হাসপাতালে গিয়েছিলেন। অসুস্থতার কারণে খুব বেশী প্রচারেও বেরোতে পারেননি। মাঝে কয়েকবার দিল্লির অ্যাপোলো হাসপাতাল ও মুম্বইয়ের এম্সে ভর্তি হয়েছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরে কলকাতার অ্যাপোলো হাসপাতালেও চিকিৎসা চলেছিল। তবে অবশেষে এদিন নুরুল ইসলামের মৃত্যুতে দলীয় নেতৃত্ব সহ তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করলেন।