পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। একই সময় একশো মিটারের মধ্যে বিজেপি ও তৃণমূলের মিছিল চলছিল। একের পর এক শ্লোগান এবং পাল্টা শ্লোগানে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকা রণক্ষেত্রের আকার ধারণ করে। শুভেন্দু অধিকারীর গাড়িতে পরপর লাঠি দিয়ে মারা হয়েছে বলেও অভিযোগ ওঠে। একই সময়ে, একই জায়গায় দু’টি মিছিলের অনুমতি দেওয়া হলো কিভাবে তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে।
মূলত, বিধানসভার অধিবেশনে কথা বলতে দেওয়া হয়নি, এই অভিযোগ নিয়েই এদিন বিরোধী দলনেতা স্পিকারের কেন্দ্রে মিছিলের ডাক দিয়েছিলেন। রাস মাঠ থেকে এসপি অফিসের দিকে মিছিল এগোতেই পরপর অবরোধ শুরু হয়। তৃণমূল মিছিলে বাধা দেয় বলে অভিযোগও ওঠে। এদিকে, অদূরেই তৃণমূলের মহিলা মোর্চার মিছিল চলছিল। তৃণমূলকর্মীদের ‘জয় বাংলা’ ও পাল্টা ‘জয় শ্রীরাম’ শ্লোগানে রাস্তা উত্তপ্ত হয়ে ওঠে। পাশাপাশি এই মিছিলে শুভেন্দু অধিকারীর গাড়ি আটকে কালো পতাকা দেখানো হয় বলেও অভিযোগ ওঠে।
এরপর গাড়ি থেকে শুভেন্দু অধিকারী জানান, “ওরা ভেবেছিল আমরা ভয় পেয়ে যাব। কিন্তু আমরা ভয় পাইনি।” তারপর পুলিশ সুপারের উদ্দেশ্যে বলেন, “আজ যা করলেন, তার হিসেব হবে।” পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, “তাঁর কনভয় তথা গাড়িতে লাঠি দিয়ে মারা হয়েছে।” এই ঘটনার পর শুভেন্দু অধিকারী এসপি অফিস ঘেরাও করার ডাক দিয়ে বলেন, “আগামী ২৭ শে মার্চ বিজেপি কর্মীরা পুলিশ সুপারের অফিস ঘেরাও করবে।”