মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। আর আজ ব্যারাকপুরে মনোনয়নপত্র জমা দিতে আসতেই রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর।
জানা গেছে, এদিন ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরে ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী ডাক্তার চন্দ্রমণি শুক্লা মনোনয়নপত্র জমা দিতে আসেন। প্রায় একই সময়ে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তীও মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন। তথনই বিজেপি ও তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপরই তা হাতাহাতি থেকে সংঘর্ষের আকার ধারণ করে। লাঠি ছোঁড়া থেকে ইটবৃষ্টি এমনকি মহকুমা শাসকের দপ্তরের বাইরে থাকা প্রচুর গাড়ির কাঁচেরও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে। ফলে বিজেপি এবং তৃণমূলের কর্মী-সমর্থকরা প্রত্যেকে ছত্রভঙ্গ হয়ে যায়। তারপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় তৃণমূলের একজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।