স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ বিজেপির দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়ে দিয়ে আগুন এবং দেওয়ালে প্রার্থীর নামের উপর কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিন্তু তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ কলোনী এলাকায়।
সূত্রের খবর, গতকাল কে বা কারা রাতে বিজেপির পতাকা সহ একাধিক ব্যানার ছিঁড়ে ফেলে। এছাড়া পরে ওই দলীয় পতাকায় আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এর পাশাপাশি বিজেপির দেওয়ালে প্রার্থীর নামের ওপর কালি ছিটিয়ে দেওয়া হয়। সকালে বিজেপি কর্মী সমর্থকদের ঘটনাটি নজরে আসতেই এলাকায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়।
https://www.youtube.com/watch?v=5S0ktdjmSbk
Sponsored Ads
Display Your Ads Hereঘটনাস্থলে একে একে বিজেপি কর্মী সমর্থকরা ভিড় জমান। তাদের দাবী, “তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার কারণে তারা এলাকায় ধরনের আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। ইতিমধ্যে বিজেপির দলীয় নেতৃত্ববর্গ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা দিয়েছে”। যদিও তৃণমূল বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে।
শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থীদের অভিযোগ, “বিজেপির প্রার্থী ঘোষণার পরেই গোষ্ঠী কোন্দল শুরু হয়। সেই কারণে তারা নিজেই তাদের গোষ্ঠী কোন্দলের ফলেই এই নোংরা কাজ করেছে। বিজেপি শুধুমাত্র তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য এই চক্রান্ত করে অভিযোগ আনছে”। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে শান্তিপুর থানার পুলিশ।