নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ একুশের বিধানসভা নির্বাচনের আগে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনিও ঘাসফুল শিবির ছেড়ে গিয়েছিলেন পদ্মফুল শিবিরে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার প্রবীণ নেতা জয়ন্ত মিত্র ফিরলেন রাজ্যের শাসকদলে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার তাঁকে দলে ফেরানো হয়।
তৃণমূলে ফিরেই জয়ন্ত মিত্র জানিয়ে দিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তৃণমূলে থাকবেন তিনি। বিজেপি অবশ্য তাঁর তৃণমূলে ফেরা নিয়ে চিন্তিত নয় বলে জানিয়ে দিল। তাদের বক্তব্য, একুশের ফল বেরনোর পরই তৃণমূলে ফিরে গিয়েছিলেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনের আগে মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগদান করেছিলেন জঙ্গলমহলের দাপুটে তৃণমূল নেতা জয়ন্ত মিত্র। বাঁকুড়ার জঙ্গলমহলে শাসকদলের রাজনীতিতে একসময় একচ্ছত্র রাশ ছিল জয়ন্ত মিত্রের হাতে। একের পর এক নির্বাচনে তৃণমূল তাঁর হাত ধরেই জঙ্গলমহলে ভোট বৈতরণী পার হয়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে সেই তৃণমূল নেতা জয়ন্ত মিত্র মেদিনীপুরে অমিত শাহের সভায় যোগদান করেন বিজেপিতে। সেদিন মঞ্চ থেকে জয়ন্ত মিত্রের নাম বিজেপিতে যোগদানকারী হিসেবে ঘোষণা করা হয়। স্বাভাবিকভাবেই তৃণমূলের থেকে দূরত্ব তৈরি হয় জয়ন্ত মিত্রের। দীর্ঘসময় পর জঙ্গলমহলের তৃণমূল নেতা জয়ন্ত মিত্র আবার ফিরলেন নিজের ঘরে। শুক্রবার কলকাতায় ক্যামাক স্ট্রিটে বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী।
Sponsored Ads
Display Your Ads Here
বৈঠকেই জয়ন্ত মিত্রকে তৃণমূলে ফেরানোর নির্দেশ দেন অভিষেক। সেই নির্দেশের পরে এদিন তালডাংরা তৃণমূল কার্যালয়ে বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্বের হাত ধরে তৃণমূলে ফিরলেন জয়ন্ত মিত্র। তৃণমূলে ফিরেই বিজেপিকে আক্রমণ করলেন জয়ন্ত মিত্র। বলেন, “ভুল সিদ্ধান্তের শিকার হয়ে বিজেপিতে চলে গিয়েছিলাম। তখনই অনুশোচনা শুরু হয়েছিল। দীর্ঘদিন বলার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কাছে টানার অনুমতি দেন। আমি ঠিক করেছি, আর ভুল করব না। জীবনের শেষদিন পর্যন্ত তৃণমূলের সঙ্গে থাকব। আমার কোনও অভিমান নেই।” তাঁর তৃণমূলে ফিরে আসায় শাসকদলের জঙ্গলমহলে শক্তি বাড়বে বলে আশাবাদী জয়ন্ত মিত্র।
প্রবীণ নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার পর বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তারাশঙ্কর রায় বলেন, “গতকাল বাঁকুড়া সাংগনিক জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেখানে জয়ন্ত মিত্রকে দলে ফিরিয়ে নিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদা আমাদের নির্দেশ দেন। সেই নির্দেশ মতো আমি জয়ন্তদাকে ফোন করি। উনি আজ তৃণমূলে ফিরলেন। আবার জঙ্গলমহলে আমাদের সঙ্গে কাজ করবেন জয়ন্তদা। আমরা দলকে শক্তিশালী করব।”
Sponsored Ads
Display Your Ads Here
জয়ন্ত মিত্রর তৃণমূলে ফেরা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, “জয়ন্ত মিত্র ২০২১ সালের নির্বাচনের আগে বিজেপিতে নামমাত্র যোগ দিলেও নির্বাচনের ফল প্রকাশের পর থেকে তিনি তৃণমূলেই আছেন। তাঁর মাধ্যমেই তৃণমূল যাবতীয় দুষ্কৃর্ম করে থাকে। তাই তিনি কোন দলে যোগ দিলেন, তা নিয়ে বিজেপি আদৌ চিন্তিত নয়। ছাব্বিশের নির্বাচনের পর আবার মনে হবে, বিজেপিতে থাকলেই ভাল হত।”