নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ মালদার গাজোলের একটি সমবায় ব্যাঙ্কে ডাকাতির ঘটনার পাশাপাশি গুলি ও বোমাবাজি চলে। এই ঘটনায় ব্যাঙ্কের ম্যানেজার গুলিবিদ্ধ হন। এই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যায়। ইতিমধ্যে পুলিশের কাছে এই ঘটনার খবর দেওয়া হয়। মোট সাত লক্ষ টাকা লুট করা হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, এদিন ব্যাঙ্কের সামনে একটি সাদা রঙের চারচাকা গাড়ি এসে দাঁড়াতেই আট জন যুবক মুখে কাপড় বাঁধা অবস্থায় বন্দুক হাতে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে ব্যাঙ্কের মধ্যে ঢোকে। এরপর বোমা ফাটিয়ে লুটপাট চালায়। কিন্তু ডাকাতি করে পালানোর সময় পুলিশের সঙ্গে ধস্তধস্তি হতেই গাজল এবং মালদা থানার পুলিশ গুলি চালায়। আর ধৃতদের আটক করে। এদিকে দু’জন ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বলেও জানা যাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে, গুলিবিদ্ধ অবস্থাতে ব্যাঙ্কের ম্যানেজারকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দলে থাকা আট জন ডাকাতদের মধ্যে একজন গাজোলের বাসিন্দা ও বাকিরা চাঁচলের বাসিন্দা। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম ভট্টাচার্য পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে জানান, “আইন-শৃঙ্খলা ঠিক আছে কিনা তা দেখার বদলে এখন পুলিশ তো তোলা তুলতে ব্যস্ত। জামুরিয়া, ডোমজুড়, পুরুলিয়া, শান্তিপুর এবং আসানসোলের দিকে দিকে ডাকাতি হয়ে যাচ্ছে। ওরা সাহস পাচ্ছে কি করে?” তবে এই ঘটনায় এলাকাবাসীরা পুলিশের নজরদারি বাড়ানোর দাবীতে সরব হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here