ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। পতন হয়েছে আওয়ামী লীগের দেড় দশকের সরকারের। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার উজ জামান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। গত কয়েক দিন ধরে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জেরে ভারতে এসে আটকে পড়েছিলেন অনেক বাংলাদেশি। সোমবার হাসিনার ইস্তফার খবর জানার পরই দেশে ফেরার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন তাঁরা।
বাংলাদেশ থেকে যাঁরা কলকাতায় আসেন, তাঁদের একটি বড় অংশের মানুষ থাকেন মারকুইজ় স্ট্রিট ও সংলগ্ন এলাকায়। কেউ আসেন চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে, কেউ আবার স্রেফ কলকাতা ঘুরতে। সে রকমই একজন বাংলাদেশি নাগরিক মিঠুন মোদক। বাড়ি ঢাকায়। পেশায় ব্যবসায়ী মিঠুন কলকাতায় এসেছিলেন। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে আটকে পড়েছিলেন। রবিবার বাংলাদেশে ফেরার কথা ছিল। বাসের টিকিটও কাটা ছিল। কিন্তু টিকিট বাতিল হয়ে গিয়েছে। বাস পাননি। মিঠুন জানাচ্ছেন, বাংলাদেশে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে বাড়ির খোঁজখবর পেতে সমস্যা হচ্ছিল তাঁর।
Sponsored Ads
Display Your Ads Here
ঢাকার ওই ব্যবসায়ী চিন্তায় পড়ে গিয়েছিলেন পরিবারের সদস্যদের জন্য। তবে এখন হাসিনার ইস্তফার খবর পেয়ে মিঠুনের আশা, পরিস্থিতি বদলাবে। এখন তিনি চাইছেন তাড়াতাড়ি দেশে ফিরতে। বাংলাদেশ থেকে গত বৃহস্পতিবার কলকাতায় ঘুরতে এসেছেন ওমর ফারুক। রবিবার তাঁরও বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে বাসের টিকিট বাতিল হওয়ায় দেশে ফেরা হয়নি তাঁরও। ফারুক জানাচ্ছেন, তিনিও এখন দ্রুত দেশে ফিরতে চান। তিনি চাইছেন দেশে ফিরে ছাত্রদের পাশে দাঁড়াতে।
Sponsored Ads
Display Your Ads Here
নূর নামে এক বাংলাদেশি নাগরিক আবার বাসের টিকিট না পেয়ে বিমানে চেপেই পদ্মাপারের উদ্দেশে রওনা দিয়েছেন। এক বাংলাদেশির আবার ভিসার মেয়াদ ফুরিয়ে যেতে বসেছে। রবিবার বাসের টিকিট বাতিল হওয়ার পর তিনি এখন ছোটাছুটি করছেন পার্ক সার্কাসে বাংলাদেশ দূতাবাসের অফিসে। হেয়ার স্ট্রিট এলাকার এক বাসিন্দা ভ্রমণ এজেন্ট হিসাবে কাজ করেন। যাঁরা বাংলাদেশ থেকে কলকাতায় আসেন, বা কলকাতা থেকে বাংলাদেশে যান, তাঁদের বাসের টিকিট কেটে দেন তিনি।
Sponsored Ads
Display Your Ads Here