নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ বাংলাদেশ নিয়ে ভারত যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছে। বাংলাদেশ জুড়ে পুরো ভারত দখলেরও ডাক উঠে গিয়েছে। পাল্টা এদেশের থেকেও প্রতিরোধের বার্তা গিয়েছে। মোটের উপর ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। এই আবহে সীমান্তবর্তী এলাকাগুলিতে অনুপ্রবেশ নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই। সীমান্ত রক্ষী বাহিনীও যথেষ্ট তৎপর হয়ে উঠেছে। তবুও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা দুশ্চিন্তা বাড়িয়েই তুলেছে।
এরইমধ্যে গতকাল সুতি থানার পুলিশ ছাবঘাটি এলাকা থেকে ২৬ বছর বয়সী মহম্মদ মেহেদি নামে এক জন বাংলাদেশী যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, “মেহেদির বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। গতকালই তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়।” তবে ধুলিয়ানের নানা প্রান্তে মেহেদির সন্দেহজনক গতিবিধি দেখতে পাওয়া গিয়েছে। জঙ্গি কার্যকলাপের খোঁজ পাওয়া গিয়েছে। কিন্তু কি উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল? কিভাবেই বা বাংলাদেশের সীমান্ত পার করেছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি। আপাতত মেহেদিকে জিজ্ঞাসাবাদ করে গোপন সূত্র জানার চেষ্টা চলছে।
Sponsored Ads
Display Your Ads Here