নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ অল্প দামে পুরোনো সামগ্রী বিক্রির নাম করে বিজ্ঞাপন দিয়ে অনলাইনে ক্রেতাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো বালির বাসিন্দা বিশাল সেকসরিয়ার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশালের বিরুদ্ধে দিল্লির জ্যোতি নগর থানায় প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগে জানানো হচ্ছে, তাকে ল্যাপটপ কেনার জন্য অনলাইনে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। কিন্তু টাকা দিলেও ল্যাপটপ পাওয়া যায়নি। ২৫ শে অক্টোবর ওই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি বিশাল ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিয়ে কম দামে গাড়ি, বাইক, পুরনো বৈদ্যুতিন সামগ্রী সহ ইত্যাদি বিক্রির টোপ দিত। এমনকি দিল্লিতে এই সংক্রান্ত একটি সংস্থাও খুলেছিলেন। প্রথম দিকে ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়ে কিছু সামগ্রী বিক্রি করতেন। এরপর অনলাইনে ক্রেতাদের থেকে টাকা আত্মসাৎ করতেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর গতকাল দিল্লি পুলিশের একটি দল বিশালকে হাওড়ার বালি এলাকায় জি টি রোডের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে। এরপর অভিযুক্ত বিশালকে হাওড়া আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হবে।
Sponsored Ads
Display Your Ads Here