চয়ন রায়ঃ কলকাতাঃ অবশেষে দলত্যাগের একমাস পর বাবুল সুপ্রিয় সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। বাবুল সুপ্রিয় একাধিকবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখে পদত্যাগের জন্য সময় চেয়েছেন। কিন্তু কোনোভাবেই অধ্যক্ষ সময় দিতে পারছিলেন না।
অতঃপর আজ মঙ্গলবার ওম বিড়লা বাবুল সুপ্রিয়কে সময় দেন। আর তাই বাবুল সুপ্রিয় ওম বিড়লার বাসভবনে গিয়ে সেখানেই আনুষ্ঠানিক ভাবে ইস্তফাপত্র জমা দেন।
বাবুল সুপ্রিয় টুইট করে বলেন, “হৃদয় ভারাক্রান্ত। আমার রাজনৈতিক জীবন বিজেপির হাত ধরে শুরু। আমি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও অমিত শাহকে ধন্যবাদ জানাই। আমার প্রতি আস্থা রাখার জন্য। যদি দলের অংশ না হই তাহলে আমার নিজের জন্য আসন ধরে রাখা উচিত নয়”।
উল্লেখ্য, ২০১৪ সালে বাবুল সুপ্রিয় আসানসোল থেকে বিজেপির টিকিটে জিতে সাংসদ হন। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন। এরপর ২০১৯ সালের লোকসভা ভোটেও আসানসোল কেন্দ্র থেকে বড়ো ব্যবধানে জয়লাভ করে মোদী মন্ত্রীসভায় জায়গা পান।
তবে চলতি বছর নির্বাচনের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীত্ব পদ হারিয়ে ক্ষুব্ধ হয়ে শেষমেশ বিজেপি ছেড়ে গত ১৮ ই সেপ্টেম্বর তৃণমূলে যোগ দেন। আর আজ শেষমেশ সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন।