Indian Prime Time
True News only ....

১৭ লক্ষ প্রদীপের রোশনাইতে আলোকিত হয়ে উঠলো অযোধ্যা

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ অযোধ্যাঃ দীপাবলির আগেই অযোধ্যা ঝলমলিয়ে উঠলো। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার রামমন্দিরে রামলালা দর্শন করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে হাজির ছিলেন।

সেখানে রামমন্দির প্রাঙ্গণে দর্শন সেরে পুজো দিয়ে কিছুক্ষণ সময় কাটানোর পর অতিথি নিবাসে সরযূ নদীর তীরে পৌঁছান। এরপর সেখানে আরতি দেখার পর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে দীপোৎসবের উদ্বোধন করেন। সেখানে এলাকা ১৭ লক্ষ প্রদীপ দিয়ে সাজানো হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রত্যেক স্বেচ্ছাসেবককে ২৫৬ টি প্রদীপ জ্বালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। মোট ২২ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন। সেই প্রদীপ এক-একটি বর্গাকার খোপের মধ্যে রয়েছে। দুটি ক্ষেত্রের মধ্যে দুই থেকে আড়াই ফুট দূরত্ব। মূলত সরযূ নদীর তীরে দীপোৎসব উপলক্ষ্যে বহু মানুষের জমায়েত থাকার পাশাপাশি একাধিক ভিআইপিও থাকবেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

ফলে নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট কঠোর করা হয়েছে। প্রাথমিক ভাবে শুধু দীপোৎসবের নিরাপত্তার জন্য চার হাজার প্রশিক্ষিত পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে। এছাড়া দর্শকদের যাতে কোনো সমস্যাও না হয় তাই পুলিশকর্মীরা সাদা পোশাকেও ঘুরছেন।

অযোধ্যার মেয়র হৃষীকেশ উপাধ্যায় জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লক্ষাধিক রামভক্তকে স্বাগত জানাতে বিশাল বন্দোবস্ত করা হয়েছে।”

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored