রায়া দাসঃ কলকাতাঃ নিয়োগ দুর্নীতি মামলায় একে একে অনেকেই জামিন পেয়েছেন। যেমন ইতিমধ্যেই মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষরা জামিন পেয়েছেন। আবার হাইকোর্টে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ও অন্তর্বর্তী জামিন পেয়েছেন। আর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল জামিন পেলেন।
মূলত, পুর নিয়োগ দুর্নীতির অভিযোগেই প্রথম অয়ন শীলের নাম সামনে আসে। পরে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) গ্রেফতার করে। আর তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। এবার ওই মামলা থেকেই অয়ন শীল অব্যাহতি পেলেন। এদিন বিশেষ সিবিআই আদালত শর্ত সাপেক্ষে অয়ন শীলের জামিন মঞ্জুর করেছে। অর্থাৎ এক লক্ষ টাকার দু’টি সিওরিটি বন্ডে (পঞ্চাশ হাজার টাকা করে) জামিন মঞ্জুর করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি শর্তও দেওয়া হয়েছে। অন্যতম শর্ত হলো, হুগলী, কলকাতা ও উত্তর চব্বিশ পরগণার বাইরে যেতে পারবেন না।
Sponsored Ads
Display Your Ads Here
তবে জামিন মঞ্জুর হলেও এখনই জেল থেকে মুক্ত হচ্ছেন না। প্রসঙ্গত, গত ২০২৩ সালের ২০ শে মার্চ অয়ন শীল ইডির (এনফোর্সমেন্ট অফ ডিরেক্টরেট) হাতে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিল। যদিও গত বছর ডিসেম্বর মাসে দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে আদালত জামিন মঞ্জুর করেছিল।
Sponsored Ads
Display Your Ads Here