নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ কলকাতায় শুরু হয়েছে অনেকদিন আগেই। আর এবার বাড়তি ভাড়ার জুলমবাজি থেকে পর্যটকদের রক্ষা করতে এবার পূর্ব মেদিনীপুরের দীঘাতেও অভিনব পদক্ষেপ শুরু হলো। এমনকী এবার গাড়ি বুক করে অন্যত্র ঘুরতে যাওয়ার ক্ষেত্রে যে সব সমস্যা হতো তাও অনেকটাই কমবে বলে মত প্রশাসনের। কারণ দিঘায় এবার শুরু হয়ে গেল ‘যাত্রী সাথী’ অ্যাপের পথ চলা। এদিন দিঘায় পরিষেবার শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। ট্যাক্সির সঙ্গে পাওয়া যাবে অটোও।
এবার এক ক্লিকেই পৌঁছে পর্যটকের দুয়ারে পৌঁছে যাবে গাড়ি। দিঘার নানা প্রান্তে পাঁচটি বিশেষ মোটর বাইক থাকবে মনিটারিং করার জন্য। শীত হোক বা বর্ষা, বিগত কয়েক বছর ধরেই দিঘায় লেগে থাকে পর্যটকদের ঢল। এদিকে এরইণমধ্যে মহাসমারোহে দিঘায় উদ্বোধন হয়ে গিয়েছে জগন্নাথ মন্দিরের। তারপর থেকে মানুষের ভিড় যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলছেন, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকের সংখ্যা যেমন বেড়েছে তেমনই যানজটও বেড়েছে। তাই যানজট নিয়ন্ত্রণ করার জন্য, একইসঙ্গে ভাড়ার জুলুমবাজি ঠেকাতে যাত্রী সাথীর উদ্বোধন করা হল। ইতিমধ্যেই ‘যাত্রী সাথী’ মোবাইল অ্যাপ আরও আধুনিক করার পথে হাঁটছে রাজ্য পরিবহন দফতর। একইসঙ্গে পরিষেবার পরিধি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অনুসঙ্গ হিসাবে এবার দিঘায় পথচলা বলে মত ওয়াকিবহাল মহলের। এখন থেকে ‘যাত্রী সাথী’ অ্যাপের মাধ্যমে সরকারি বাসেরও খোঁজখবরও পাওয়া যাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
সরকারের এই এই উদ্যোগে খুশি অটো, ট্যাক্সি চালকরাও। দিঘা ট্যাক্সি ইউনিয়নের সম্পাদক প্রদীপ সুঁই বলছেন, “দিঘা-নিউ দিঘা মিলিয়ে মোট ৩০০টি ক্যাব চলে। অনলাইনে ঢুকছে ১২০টি। ম্যাজিক গাড়ি আছে, ম্যাক্সিমা আছে, অল্টো আছে। ছোট গাড়িতে সর্বোচ্চ চারজন বসতে পারবে, বড় গাড়িতে ৯ জন। তবে এখন থেকে গাড়ি ভিত্তিক বুকিং। তাতে একজন হলেও বুক হবে।”
ওল্ড দিঘা অটো ইউনিয়নের সম্পাদক চণ্ডী আগুয়ান বলছেন, “অ্যাপটা খুবই ভাল মনে হচ্ছে। কোনও কমিশন নিচ্ছে না। ১৫৪টা অটো ঢুকছে এর মধ্যে অল্ড দিঘায়। ওই অ্যাপে যে ভাড়া দেখাবে সেটাই নেব। কোনও বেশি ভাড়ার বিষয় নেই।” এদিন দিঘায় যাত্রী সাথীর উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য-সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার আধিকারিকরা। এই ক্যাবে প্রথম সওয়ারি হলেন দিঘা থানার ওসি অমিত প্রামাণিক। সঙ্গে ছিলেন দিঘা মোহনা কোস্টাল থানার ওসি প্রবীর সাহা।
Sponsored Ads
Display Your Ads Here