ভাইপোর হাতেই খুন হলো কাকিমা
অমিত জানাঃ হাওড়াঃ ভাইপোর হাতে কাকিমাকে খুনের ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়ায়। হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত নিমতলা পাঁচপাড়ার এই ঘটনা এখন সকলের চর্চার বিষয়। মৃতার নাম সুজাতা দাস (৩৫)। ধৃত ভাইপোর নাম ভাস্কর দাস (২৪)।
জানা গিয়েছে, মা মারা যাওয়ার পর থেকে ভাইপো ভাস্কর ছোটো থেকে কাকিমার কাছে মানুষ হয়েছে। অভিযোগ, ভাস্কর সেই কাকিমাকেই রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলো। মৃতার স্বামী বাপি দাসের একটি মুদিখানার দোকান আছে। সূত্র মারফত জানা গিয়েছে ঘটনার সময় বাপি দাস মুদিখানার দোকানেই ছিলেন।
মৃতার স্বামী বাপি জানান, “পাশের বাড়ির লোক এসে বলে তোর ঘরেতে বিশাল ঝামেলা হচ্ছে। ঘরে এসে দেখি স্ত্রীর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। সে অবশ হয়ে পড়ে আছে। শুনলাম ওকে ভাইপো মেরে চলে গিয়েছে। ভাস্করের মা মারা যাবার পর সেই ছোটো থেকেই ছোটো কাকিমার কাছে মানুষ। আমার নিজের ছেলে মামা বাড়িতে থাকে। ভাস্করের মনোভাব ছিল ওর ছোটো কাকিমাকে মেরে দেবো”। তার কারণ হিসাবে বাপি দাস জানিয়েছেন, “ভাস্কর ভাবতো ওর ছোটো কাকিমাই ওর জীবনে সর্বনাশ এনে দিয়েছে। অথচ ছোটো কাকিমাই ওকে মানুষ করেছে”।
খবর পেয়ে হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই সাঁকরাইল থানার পুলিশ খুব সক্রিয়ভাবে এই ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।