নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের জবলপুরের রাজীব নগর এলাকায় ভাইঝির কান্নাকাটিতে ঘুম না হওয়ায় ২ বছর বয়সী শিশুকে মেরে ফেললেন কাকিমা। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক হইচই শুরু হয়ে যায়।
জানা গেছে, শাকিল নামে এক জন ব্যক্তি স্ত্রী-সন্তানের সঙ্গে থাকেন। একই সাথে দাদা-বৌদিও থাকত। উভয় পরিবারে ভালোই মিলমিশ ছিল। গত সোমবার পরিবারের তরফে পুলিশের কাছে যোগাযোগ করা হয় যে শিশুকে পাওয়া যাচ্ছে না। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিছুই পাননি। এরপর বাড়িতেই তল্লাশি শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
তল্লাশি চালিয়ে সোফার তলা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করেন। তারপর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হলে জানা গিয়েছে, দুপুরবেলা সে কাকিমার কাছে গিয়ে খেলা করছিল। তিনি শিশুটিকে দুপুরের খাবারও খাইয়ে দেন। এরপর মায়ের কাছে চলে যেতে বললে ওই মহিলার কাছেই থাকতে চায়। এই নিয়ে তাকে বকুনি দিলে কাঁদতে শুরু করে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে কান্নার শব্দে ওই মহিলার ঘুমের ব্যাঘাত হওয়ায় রাগের বশে শিশুটির গলা টিপে ধরে চুপ করতে বলেন। আর যখন গলা ছাড়েন তখন শিশুটি বিছানায় লুটিয়ে পড়ে। এর জেরে মৃত্যু হয়। তারপর দ্রুত মৃতদেহটি সোফার তলায় ঢুকিয়ে দেন। সুযোগ বুঝে বাইরে পাচার করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু আর পারেননি। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত মহিলাটিকে গ্রেফতার করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here