ব্যুরো নিউজঃ বলিউড সুন্দরী দিপীকা পাড়ুকোন আজ আর শান্তিপ্রিয়া নেই। এখন বি-টাউনের এই সুন্দরী এথেন্সের আন্তজার্তিক বিমানবন্দরের প্রদর্শনীতে এক হাসিমুখের মূর্তি রূপে স্থান পেয়েছে। এই প্রদর্শনীর নাম “দ্য অথেনটিক স্মাইলস অফ পিপল অফ দ্য ওয়ার্ল্ড। এখানে বিশ্বের নানা প্রান্তের মানুষের হাসির সৌন্দর্য্যতা তুলে ধরা হয়েছে।
এখানে দিপীকার ন্যায় গ্র্যামি জয়ী সংগীত শিল্পীর পাশাপাশি আফ্রিকার এক প্রত্যন্ত অঞ্চলের স্কুল শিক্ষকের মূর্তিও রাখা আছে। দিপীকার টোল পড়া হাসিতে এমনিতেই মুগ্ধ তার সমস্ত অনুরাগীরা। তাঁর অনুরাগীদের Fun club page এ এই অসাধারণ ছবিটি পোস্ট করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
বিমানবন্দরে প্রদর্শিত এই মূর্তিটি তৈরি ধূসর রঙের পাথর দিয়ে। বিয়ের কিছুদিন আগে দিপীকা তাঁর খুব প্রিয় বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা একটি অফহোয়াইট রঙের শাড়িতে কপালে টিপ ও গলা লাগোয়া একটি হারে দুর্দান্ত সেজেছিলেন। আর ধারণা করা গেছে, ওই সাজ দেখে অনুপ্রাণিত হয়ে অসাধারণ মূর্তিটি তৈরি করা হয়েছে।