নিজস্ব সংবাদদাতাঃ গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল বনদপ্তরের পক্ষ থেকে বিরল প্রজাতির ৬৫০ টি টিয়াকে বাংলাদেশে পাচারের আগেই আটকানো হলো। এই ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে পিন্টু ও মহম্মদ গুড্ডু আন্তঃরাজ্য বন্য প্রাণী পাচার চক্রের পান্ডা।
বন দপ্তরের তরফে জানানো হয়, “তাদের কাছে খবর আসে বাসে করে টিয়াগুলিকে দুর্গাপুর থেকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে সেখান থেকে পাখিগুলিকে বাংলাদেশে পাচার করে দেওয়া হবে। এরপর শনিবার ভোর রাতে দক্ষিণ-পূর্ব চক্রের মুখ্য বনপাল কল্যাণ দাসের নেতৃত্বে বন দপ্তরের আধিকারিকরা দুর্গাপুরের বাঁশকোপা টোল প্লাজার সামনে বিহার-কলকাতা রুটের একটি বাসকে আটক করে সেখানে তল্লাশি চালিয়ে বাসের লাগেজ বাঙ্কার থেকে ৬৫০ টি বিরল প্রজাতির টিয়াগুলিকে উদ্ধার করা হয়। এছাড়া এই পাচারের কাজে যুক্ত থাকার জন্য বাসটি সহ তার চালক এবং খালাসিকেও আটক করা হয়”।
দক্ষিণ-পূর্ব চক্রের মুখ্য বনপাল কল্যাণ দাস জানিয়েছেন, “যাতে কেউ কিছু বুঝতে না পারে তার জন্য টিয়াগুলির মুখে কাপড় বেঁধে পাচার করা হচ্ছিল। বহুদিন ধরেই এই চক্র পাচার কাজের সঙ্গে যুক্ত। মূলত আন্তঃরাজ্য বন্য প্রাণী পাচার করে তারা। কিন্তু সম্প্রতি বাংলাদেশেও অনেক বন্যপ্রাণী পাচার করা হচ্ছিল। ফলে এই চক্রের যোগ বহুদূর পর্যন্ত বিস্তৃত”।
বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বাকিদের খোঁজ চালানো হচ্ছে।