দাঁতালের দাপটে শেষমেশ গোলায় ঢুকে বাঁচল প্রাণ
নিজস্ব সংবাদদাতাঃ ডুয়ার্সঃ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বুনো হাতির তান্ডব অব্যাহত। গত বৃহস্পতিবার গভীর রাতেরবেলা হাতি মালবাজার মহকুমার মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তিতে দুইজন ব্যক্তিকে পিষে মারে।
এরপর ফের গতকাল রাতেরবেলা মেটেলির উত্তরধুপঝোরার জয়ন্তী ভিলেজে বুনো হাতির হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হল। তবে অল্পের জন্য ওই বাড়ির পরিবারটি রক্ষা পেল।
জানা গিয়েছে, রাতেরবেলা প্রায় ১১ টা নাগাদ একটি দাঁতাল হাতি পার্শ্ববর্তী পানঝোরা জঙ্গল থেকে বেরিয়ে এসে জিতেন রায়ের বাড়ির ভিতরে ঢুকে যায়। সেই সময় জিতেনবাবু সহ পরিবারের তিন জন ঘরের মধ্যে একটি খাটের মধ্যে শুয়ে ছিলেন।
আচমকা হাতি দেখে প্রত্যেকে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। বাইরে বের হওয়ার রাস্তায় হাতি দাড়িঁয়ে আছে।
এরপর কোনো উপায় না দেখে পালাতে না পেরে অবশেষে ভয় পেয়ে ধানের গোলার নীচে ঢুকে পড়ে। তারপর সেই হাতিটি কাউকে না পেয়ে শোবার খাটও ভেঙে। এরপরই স্থানীয় বাসিন্দারা টের পেয়ে বাইরে থেকে বোমপটকা ফাটালে হাতিটি ভয় পেয়ে জঙ্গলে ফিরে যায়। এভাবেই অল্পের জন্য ওই পরিবারটি রক্ষা পেল।