চয়ন রায়ঃ কলকাতাঃ সপ্তাহের প্রথম দিনেই বিধাননগরে অটোর রুট সমস্যার জেরে অটো বন্ধ হওয়ার কারণে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। আর আজ উল্টোডাঙা-লেকটাউন রুটের অটো, উল্টোডাঙা-এয়ারপোর্টের অটো ও উল্টোডাঙা-করুণাময়ী রুটের অটো মিলিয়ে প্রায় ৮২২ টি অটো বন্ধ ছিল।
অটো চালকরা অটো বন্ধ রাখার সিদ্ধান্তের জন্য পুলিশকে দায়ী করে অভিযোগ করেছেন যে, “পুলিশ অটোর রুট ঘুরিয়ে দেওয়ায় যাত্রীদের তুলতে সমস্যা হচ্ছে। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। কিন্তু অটো রুটের ভাড়া বৃদ্ধি নতুন করে হয়নি। অতএব অটোর রুট ঘুরিয়ে দেওয়ায় চরম লোকসান হওয়ায় অটো বন্ধ রাখেন।”
শেষে বিধাননগর ট্রাফিক পুলিশের সাথে অটো ইউনিয়নের বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান হয়। শেষমেশ পুলিশ অটো চালকদের দাবী মেনে নিলে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর অটো চালু হয়।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এক সপ্তাহই অটো চালকরা ১৫ নম্বর বাস স্ট্যান্ডের পরের স্টপেজ থেকে অটো ঘোরাতে পারবেন। আর তাতে যদি যানজটের সমস্যার সমাধান হয় তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।