নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ নদীয়ার কৃষ্ণনগরে এক জন মাছ ব্যবসায়ী তোলা না দেওয়ায় তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই ব্যবসায়ীর পায়ে গুলি লাগে। আর এই ঘটনাটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরাও পড়েছে। আহত ব্যক্তির নাম বিশ্বনাথ ঘোষ। কৃষ্ণনগর নগেন্দ্র নগরের বাসিন্দা।
জানা গেছে, এদিন বিশ্বনাথ ঘোষ নামে এক জন ব্যবসায়ী মাছ কিনতে আড়তে গিয়েছিলেন। ওই সময় দুই জন যুবক তার কাছে বিপুল অর্থ দায়ের করলে বিশ্বনাথবাবু দিতে রাজি না হওয়ায় পিস্তল উঁচু করে সোজা গুলি চালানো হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় বিশ্বনাথকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে।
সিসিটিভি ক্যামেরাতে দেখা গিয়েছে, সৈকত হালদার ওরফে ডাকু নামে এক জন যুবক সহ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এই হামলা চালিয়েছে। তার ভাইয়ের দাবী, “সৈকত ক্রিমিনাল। এক সময় তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিল। দু’দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। দাদার কাছে মদ খাওয়ার টাকা চাইছিল। না দেওয়ায় মেরেছে।”
বিজেপি নেতা রাহুল সিনহা এই প্রসঙ্গে জানান, “এখন এই রাজ্যে মস্তানতন্ত্র চলছে। এসব সারা রাজ্যে ছেয়ে গিয়েছে। তাই তো কথায় কথায় এখানে গুলি চলে।” তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর কথায়, “আমি আপনাদের কাছেই এই ঘটনা শুনলাম। যদি এর সত্যতা থেকে থাকে প্রশাসন কঠোরতম ব্যবস্থা নেবে। আর কৃষ্ণনগর লোকসভায় তৃণমূল জিতলেও কৃষ্ণনগর শহর, কৃষ্ণনগর দক্ষিণ বা উত্তরে বিজেপি অনেকটাই এগিয়ে। যেখানে বিজেপির সাংগঠনিক শক্তি বেশী সেখানে এই ধরনের ঘটনা নিয়ে পুলিশ খতিয়ে দেখবে।”
পাশাপাশি স্থানীয় তৃণমূল কাউন্সিলর অয়ন দত্ত বলেন, “মানুষ আতঙ্কের মধ্যে আছেন। আমরা বিষয়টি দেখছি। এরকম ঘটনা এলাকায় যেন আর না বরদাস্ত করা হয় সেটাই প্রশাসনের কাছে আবেদন।”