মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ নদীয়ার পর এবার উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গার দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর উত্তরপাড়া এমএসকে স্কুলে সহকারী শিক্ষকে্র সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মারামারির ঘটনা প্রকাশ্যে এলো। এই ঘটনাকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা তৈরী হয়।
জানা গেছে, দীর্ঘ দিন থেকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক কার্তিক পাল অসুস্থ। কিন্তু প্রতিদিন ওই অবস্থাতেই বিদ্যালয় আসছেন। এমত পরিস্থিতিতে প্রধান শিক্ষক জয়দেব ঘোষের কাছ থেকে পাওনা টাকা ৫০ হাজার চাইতেই জয়দেববাবু বচসা শুরু করেন। এরপর কার্তিকবাবুকে নাকে ঘুসি মারতেই তিনি রক্তাক্ত অবস্থায় শ্রেণীকক্ষের মেঝেতে পড়ে ছটফট করতে থাকেন।
তারপর কার্তিকবাবুকে উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করেন। তবে শারীরিক অবস্থা্র অবনতি হওয়ায় বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এদিকে প্রধানশিক্ষকের দাবী তুলে জানান, “কার্তিকবাবু বিদ্যালয় এসে কিছুক্ষণ পরেই বাড়ি যেতে চান। এই নিয়ে দু’-এক কথায় প্রথমে কার্তিকবাবু তার গায়ে প্রথমে হাত তোলেন।”
দেগঙ্গা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্ত প্রধান শিক্ষক জয়দেববাবুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। অন্যদিকে বিদ্যালয়ের ভেতর এই ধরণের ঘটনা ঘটায় পড়ুয়ারা বিদ্যালয় ছেড়ে পালিয়ে যায়।