মিঠু রায়ঃ কলকাতাঃ আশঙ্কা বাড়িয়ে বাংলায় আবারও দৈনিক করোনা সংক্রমণ বাড়ছে। করোনা সংক্রমণে কলকাতা ও উত্তর চব্বিশ পরগণা শীর্ষে অবস্থান করেছে। গতকাল স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে আক্রান্ত ৭০৮ জন। অ্যাক্টিভ আক্রান্ত ৯ হাজার ১৮৫ জন। মৃত্যু সংখ্যা ১০ জন।
উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর দিনাজপুর ও কালিম্পংএ চিন্তা বাড়িয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। কিন্তু এদিন হুগলী, কলকাতা, দার্জিলিং এবং জলপাইগুড়িতে মৃত্যু শূণ্য হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আর স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্তের সংখ্যা এক লাফে ৯৫ জন কমে ৮৯ জন। মোট সংক্রমণের সংখ্যা ৩ লক্ষ ১২ হাজার ২৬৯ জন। মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৯৯৭ জন।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া গত ২৪ ঘণ্টায় উত্তর চব্বিশ পরগণায় আক্রান্তের সংখ্যা ৮৯ জন। দক্ষিণ চব্বিশ পরগণায় আক্রান্তের সংখ্যা ৪৯ জন। দার্জিলিং এ আক্রান্তের সংখ্যা ৫৪ জন।
Sponsored Ads
Display Your Ads Here
তবে এই মুহূর্তে করোনা জয়ীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩০ জন। করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৪ হাজার ৮১৭ জন।
এর পাশাপাশি স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী ১৮ ই জানুয়ারী সুস্থতার হার পেরিয়ে ৯৭ শতাংশ হয়েছিল। এরপর করোনার দ্বিতীয় ঢেউয়ে পুনরায় মার্চ মাসের পর থেকে ভয়াবহ আকার ধারণ করে। যদিও বর্তমানে রাজ্যে সুস্থতার হার একদিনে ৯৮.২১ শতাংশ।