অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। সকালবেলা থেকেই মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে এক ধাক্কায় বেশ খানিকটা তাপমাত্রাও বেড়েছে।
এদিন কলকাতা ছাড়াও হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে প্রায় সব জেলাতেই কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া পাঁচটি জেলাতেই আগামী কিছু দিন সকালবেলার দিকে ঘন কুয়াশা থাকবে। এর জেরে দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটার অবধি নেমে যেতে পারে। উল্লেখ্য, গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রী সেলসিয়াস ছিল। আজ সেখানে ১৯.২ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, “আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। এরপর আবার পারদ কিছুটা নামতে পারে। কিন্তু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে। তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিমমুখী হয়ে তা অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোবে। পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরী হয়েছে। বাংলাদেশ এবং রাজস্থান সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত থাকার ফলে চলতি মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরী হয়েছে। যদি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কোথাও নেই।”