নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ কলেজের শিক্ষক-শিক্ষিকার কাছেই প্রাইভেট টিউশন পড়তে হবে। আর নির্দিষ্ট পাবলিশারের থেকে বই কিনতে হবে। না হলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। ঠিক এমনই অভিযোগ উঠলো হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে অবস্থিত মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজে। এরই প্রতিবাদে গতকাল দুপুরবেলা থেকে সন্ধে অবধি প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা কলেজের প্রিন্সিপালের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন। পরে প্রিন্সিপাল তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।
সম্প্রতি মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি করা নিয়ে অভিযোগ উঠেছিল। কলেজের ছাত্র সংসদের অভিযোগ, “প্রাইভেট টিউশন পড়ার জন্য ও নির্দিষ্ট একটি প্রকাশনী সংস্থার বই কেনার জন্য দু’টি বিভাগের দু’জন শিক্ষক শিক্ষার্থীদের উপর চাপ দিচ্ছিলেন। কথা না শোনায় বুধবার এক জন শিক্ষক ক্লাসে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।” এমনকি না পড়লে ফেল করিয়ে দেবেন বলে অভিযোগও ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপরই অধ্যক্ষের ঘরের সামনে শুরু হয় ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভ। তাঁদের আরও অভিযোগ, ওই শিক্ষক দিনের পর দিন ক্লাসে আসেন না। তাই এই বিষয় নিয়ে বারবার উপর মহলে জানিয়েও কোনও সমাধান হয়নি। তাই বিক্ষোভে সামিল হলেন তাঁরা। পরে কলেজের প্রিন্সিপালের কাছে ছাত্র সংসদের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ জমা দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ মাধবানন্দ সাহা বলেন, “অভিযোগ পেয়েছি। একটি স্টুডেন্টস রিড্রেসাল কমিটি গঠন করেছি। তারাই ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়াও গোটা ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here