নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলপাহাড়িতে কর্মসূচী ছিল। আর সেখান থেকে ঝাড়গ্রামে ফেরার পথে শিলদার কাছে মাগুরিয়া গ্রামে রাস্তার ধারে বুদ্ধদেব মহান্তির চা-চপের ছোট্ট দোকানে গাড়ি থেকে নেমে যান।
 
এরপর দোকানে রাখা ছোটো ছোটো করে কেটে রাখা কাগজেই দোকানের ভেজে রাখা চপ সকলের হাতে তুলে দিলেন। আর এর কিছু ক্ষণের মধ্যেই প্রায় এক হাজার টাকার চপ বিক্রি করেন। সব মিলিয়ে প্রায় ১০০ টি আলু ও ডিমের চপ বিক্রি হয়েছে। এর পাশাপাশি কিছু চকোলেটও বিক্রি হয়েছে। আর বুদ্ধদেববাবু বিক্রি বাবদ দেড় হাজার টাকা পেয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here 
এই দেখে সকলের চক্ষু চড়কগাছ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিরাপত্তারক্ষীরা থাকায় কেউই মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারেননি। পরে চপের দোকানদার বুদ্ধদেববাবু জানান, ‘‘এর আগে কোনোদিন এতো কাছ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিনি। সভা অনুষ্ঠানে গেলে দেখি। আজ এতো কাছ থেকে দেখে খুব ভালো লেগেছে।’’
Sponsored Ads
Display Your Ads Here 
 
				 
								 
															













