নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের তারাপীঠ শ্মশানে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা মহিলাকে শেষকৃত্য করতে নিয়ে এসে আঁতকে ওঠেন পরিবারের সদস্যরা সহ শ্মশানযাত্রীরা। এখানে আগত অনেকেই দাবী করেন যে ওই বৃদ্ধা মহিলাকে দাহ করতে এনে দেখা যায় তার হাত-পা নড়ে উঠেছে।
জানা যায়, ওই বৃদ্ধার নাম সরস্বতী চক্রবর্তী। তিনি তারাপীঠ বামদেবপল্লীর বাসিন্দা। বহুদিন থেকেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগতে থাকায় অবশেষে শুক্রবার ভোরবেলা মারা যান। এরপর স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে ডেড সার্টিফিকেট নিয়ে তারাপীঠ মহাশ্মশানে দাহকার্য করতে যান। তারপরই চিতা সাজানোর পর্ব শেষ হওয়ার মুহূর্তেই উপস্থিত বেশ কিছু মানুষ দেখতে পান মৃতা বৃদ্ধার হাত-পা নড়ে উঠেছে। এই গোটা ঘটনাটিকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=lsN_Q9MpJuk
https://www.youtube.com/watch?v=VsxXuoOwfEk
Sponsored Ads
Display Your Ads Hereএই সমগ্র ঘটনাটির খবর পেয়ে পুলিশ ওই বৃদ্ধার মৃতদেহ রামপুরহাট মেডিকেল কলেজে পাঠান। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রেসার ও অক্সিমিটার চেক করার পর দেখা যায় ওই বৃদ্ধা মারা গেছে। আর পালস্ দেখে কিছুই বোঝা যায় না।