চয়ন রায়ঃ কলকাতাঃ মঙ্গলবার শহরে উৎসবের কার্নিভাল বনাম প্রতিবাদের জেরে দ্রোহের কার্নিভাল চলছে। এই দ্রোহের কার্নিভালে গোটা ধর্মতলা চত্বর উত্তাল হয়ে উঠেছে। ধর্মতলায় ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে ঘিরে জোরকদমে বিক্ষোভ চলে। আর আন্দোলনকারীরা ইন্দিরা মুখোপাধ্যায়কে দেখে ‘হায় হায়, গো ব্যাক’ শ্লোগান দিতে দিতে থাকেন।
সূত্রের খবর, এদিন বিকালবেলা থেকে দ্রোহ কার্নিভালে যোগ দিতে আসা মানুষদের চাপে ড্রোরিনা ক্রসিং চত্বর কার্যত অবরুদ্ধ হয়ে যায়। ফলে ডিসি সেন্ট্রাল পদস্থ আধিকারিকদের নিয়ে ওই এলাকায় গিয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। রাস্তা থেকে যাতে অবরোধ সরানো যায় সেই বিষয় নিয়েও কথা বলেন। আবার জুনিয়র চিকিৎসকেরাও জনতার কাছে ওই এলাকা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাতে থাকেন। কিন্তু জনতা ইন্দিরা মুখোপাধ্যায়কে দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন।
এমনকি ‘হায় হায়’ শ্লোগান ওঠে। ‘কলকাতা পুলিশ গো ব্যাক’ শ্লোগান উঠতে থাকে। এদিকে, ইন্দিরা মুখোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ শুরু হতেই অন্যান্য পুলিশ আধিকারিকেরা এগিয়ে আসলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। অতঃপর আন্দোলনকারীদের এই বিক্ষোভের জেরে পুলিশ পিছু হঠতে বাধ্য হয়। তবে কিছুক্ষণের মধ্যে ইন্দিরা মুখোপাধ্যায়ও ওই এলাকা থেকে ফিরে যান।