নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বগটুইয়ের নৃশংস হত্যাকাণ্ডে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। বগটুই কাণ্ডের স্বতঃপ্রণোদিত মামলায় আজ হাইকোর্টের তরফ থেকে জানানো হয় যে, রাজ্য যেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সহযোগীতা করে। যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করতে হবে।
এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, ‘‘আমরা ওই ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণ করেছি। মামলার পরিস্থিতি বিবেচনা করে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে এই মামলা সিবিআইকে দেওয়া প্রয়োজন। বিচার ব্যবস্থা এবং সমাজের প্রতি ন্যায়-বিচারের জন্য স্বচ্ছ তদন্ত করে সত্য সামনে আনা দরকার।
Sponsored Ads
Display Your Ads Here
সেই প্রয়োজনের কথা মাথায় রেখে এই মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দিক।’’ এর পাশাপাশি এই মামলায় রাজ্যের গঠিত সিট কোনো তদন্ত করতে পারবে না।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া সিবিআই কেস পেপার তৈরী করার সাথে সাথে অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা করবে। এমনকি তদন্তের প্রয়োজনে গ্রেপ্তারও করবে। মামলার পরবর্তী শুনানি ৭ ই এপ্রিলের মধ্যে জানাতে হবে তাদের তদন্ত কত দূর অবধি এগিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here