নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের শাহোদল জেলায় জয়মন্ত্রী যাদব নামে এক জন মহিলার মৃত্যুর পর কোনো শববাহী যান পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে ছেলে মায়ের মৃতদেহ কাঠের পাটাতনে বেঁধে বাইকে করে বাড়ি নিয়ে গেলেন।
জানা যায়, অনুপ্পুর জেলার গোদারু গ্রামের বাসিন্দা জয়মন্ত্রীদেবীকে বুকে ব্যথার জন্য প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করানো হলেও পরে শারীরিক অবস্থার অবনতির জন্য মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই মৃত্যু হয়।
ছেলে সুন্দর যাদবের অভিযোগ, “দু’টি হাসপাতালের চিকিৎসার গাফিলতিতে মায়ের মৃত্যু হয়েছে। এমনকি হাসপাতালের তরফে কোনো শববাহী যানেরও ব্যবস্থা করা হয়নি।”
ফলে বেসরকারী গাড়ির কথা ভেবেছিলেন। কিন্তু ওই যুবকের বাড়ি জেলা হাসপাতাল থেকে ৮০ কিলোমিটার দূরে হওয়ায় গাড়ির জন্য পাঁচ হাজার টাকা খরচ হত। তবে সেই টাকা জোগাড় করতে না পারায় অবশেষে ১০০ টাকায় কাঠের পাটাতন কিনে তার উপরই মায়ের দেহ রেখে দড়ি দিয়ে বাঁধেন। এভাবেই বাইকে করে মায়ের মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।