মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হলো অরবিন্দের

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়াল হেরে গেলেন। অরবিন্দ কেজরীওয়াল নয়া দিল্লির আসন থেকে প্রার্থী হয়েছিলেন। সপ্তম রাউন্ডের গণনার পর তিনি বিজেপি প্রার্থী প্রবেশ সাহিব সিং ভর্মার কাছে সহস্র ভোটে হেরে গেলেন।

২০১৩ সাল থেকেই একটানা অরবিন্দ কেজরীওয়াল নয়া দিল্লির আসনে জয়ী হয়ে আসছেন। তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিতকে হারিয়ে মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেছিলেন। এরপর ২০১৫ সাল ও ২০২০ সালের নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। এক দশক ধরে ক্ষমতায় থাকার পর অবশেষে পরাজয়ের মালা গ্রহণ করলেন। এদিনের নির্বাচনের ফলাফলে বিজেপি প্রার্থী প্রবেশ ভর্মার কাছে ৩ হাজার ১৮২ ভোটে হেরে গেলেন।


পাশাপাশি দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও ৬০০ ভোটে হেরে গিয়েছেন। আম আদমি পার্টির তাবড় তাবড় মুখদের এমন পরাজয়ের কারণ হিসাবে আবগাররী দুর্নীতিকেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, অরবিন্দ কেজরীবাল এবং মণীশ সিসোদিয়াকে এই আবগারী দুর্নীতির জন্য জেলেও যেতে হয়েছে।



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930