নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ আজ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকায় দশ বছর বয়সী এক কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক প্রতিবেশী কিশোর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আর নাবালিকাকে নিয়ে তার মা-বাবা সহ প্রতিবেশীরা রায়গঞ্জ মহিলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের প্রচেষ্টায় অভিযুক্তকে আটক করেন। এর পাশাপাশি ঘটনাটির তদন্ত শুরু করে বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখছেন।