Indian Prime Time
True News only ....

স্টেশন থেকে পুলিশের হাতে গ্রেফতার ৪ রোহিঙ্গা

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফ যথেষ্ট কড়া। রাজ্য পুলিশও তৎপর ভূমিকা পালন করছে। গতকাল হাওড়ার সাঁতরাগাছি রেলস্টেশনের চার ও পাঁচ নম্বর প্লাটফর্ম থেকে বাংলাদেশ যাওয়ার পথে রেল পুলিশের হাতে এক জন নাবালক সহ ৪ জন বাংলাদেশী রোহিঙ্গা গ্রেফতার হয়েছে। ধৃতরা হলো ১৬ বছর বয়সী রবিউল ইসলাম, ২০ বছর বয়সী রিয়াসুল ইসলাম, ২৯ বছর বয়সী মহম্মদ আলম ও ৩৪ বছর বয়সী বেগম দিলবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন আগে রবিউল, রিয়াসুল, আলম এবং বেগম দিলবার মায়ানমার থেকে এরা বাংলাদেশে এসে একটি রিফিউজি ক্যাম্পে ছিল। এরপর গত বছরের শেষের দিকে কাগজপত্র ছাড়াই চোরাপথে ভারতে ঢুকে হায়দ্রাবাদে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করত। কিন্তু হায়দ্রাবাদে কিছু সমস্যা হওয়ায় ফের বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। গতকাল সাঁতরাগাছি স্টেশনে আসে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তবে ভিড়ের মাঝে রবিউল, রিয়াসুল, আলম এবং বেগমকে দেখে সন্দেহ হওয়ায় জিআরপি আটক করে জিজ্ঞাসাবাদ করে। আর তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র না মেলায় গ্রেফতার করা হয়েছে। এদিন হাওড়া জেলা আদালতে তোলা হয়।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored