অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ টালিগঞ্জের করুণাময়ী, বালিগঞ্জ ও বেলঘরিয়ার পর এবার উত্তর চব্বিশ পরগণার চিনার পার্কের নোয়াপাড়ার পূর্বপাড়ায় রয়েল রেসিডেন্সি আবাসনের বি ব্লকের চার তলা অর্পিতা মুখোপাধ্যায়ের একটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে।
আজ বিকেলবেলা নাগাদ ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ওই আবাসনটির সন্ধান পাওয়া মাত্রই তল্লাশি অভিযান চালানোর জন্য সেখানে পৌঁছে যায়। ইতিমধ্যে ইডি আধিকারিকরা বন্ধ দরজা খোলার চেষ্টা করছেন। তবে কি আজও ওই আবাসন থেকে কোটি টাকা উদ্ধার হতে পারে!! যদিও তা কেবল সময় বলবে।
ওই আবাসনের হিসাবরক্ষক জানান, “২০১৭ সালে অর্পিতা এক বার কালো রঙের মার্সিডিসে চড়ে ওই আবাসনে এসেছিলেন। আর ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে চলতি মাস অবধি তিনি আবাসনের রক্ষণাবেক্ষণের খরচ বাবদ প্রায় ৩৮ হাজার টাকা দেননি।”