নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের লখনউয়ের গোমতীনগরের একটি হোটেলের ছাদে হোটেলের মালিক ও কর্মীরা তারস্বরে গান বাজাচ্ছিলেন। কিন্তু মেজর অভিজিৎ সিংহ এর বিরোধীতা করায় তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল। মেজর অভিজিৎ সিংহ রাষ্ট্রপুঞ্জের তরফে সুদানে নিয়োগ করা সেনাবাহিনীতে ছিলেন।
সূত্র মারফত খবর, অভিজিৎ সিংহ মা-বাবাকে দেখতে গোমতীনগরে গিয়েছিলেন। রাতেরবেলা আবাসনের কাছে ‘মিলানো’ নামক একটি হোটেলের ছাদে হোটেল মালিক রাহুল, ম্যানেজার শিবম সিংহ সহ আট জন হোটেল কর্মী তারস্বরে গান চালিয়ে পার্টি করছিলেন। এতে মা-বাবার ঘুমের অসুবিধা হওয়ায় অভিজিৎ সিংহ হোটেলে গিয়ে আওয়াজ কম করতে বলেন।
কথা না শোনায় পুলিশের কাছেও খবর দেওয়া হয়। পুলিশ এলে অভিযুক্তেরা গান বন্ধ করে দেন। এরপর পুলিশ চলে গেলে আবার গান চালিয়ে দেন। আবার তিনি পুলিশের কাছে ফোন করেন। তারপর পুলিশ আসতে পুলিশের সামনে অভিজিৎ সিংহকে এক জন হোটেল কর্মী ধাক্কা দিয়ে মাটিতে ফেলে হুমকি দিয়ে বলেন, ‘‘আমরা তোমার বাড়ি চিনি। এর ফল তোমাকে ভুগতে হবে।’’
এরপরেই ভোর রাতেরবেলা অভিযুক্তেরা অভিজিৎ সিংহের বাড়ির বাইরে দাঁড় করানো গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরদিন পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযোগের জেরে তদন্তে নেমে রাহুল সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করেছেন। আর গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন।