মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ মমতার বিরুদ্ধে দাঙ্গা লাগাবার অভিযোগ তুললেন অর্জুন সিং। বৃহস্পতিবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন অভিযোগ করলেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী পূর্ব পরিকল্পিত ভাবেই দাঙ্গা লাগাবার সবরকম চক্রান্ত করছেন”।
রাজ্যের মুখ্যমন্ত্রী দাঙ্গা লাগাবার মত শব্দ ব্যবহার করছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কথা শুনে তাঁর দলের লোকেরা দাঙ্গা লাগানোর মত কথা বলতে শুরু করেছেন।
Sponsored Ads
Display Your Ads Hereঅর্জুন সিং অভিযোগ করেন, “রাজ্যের শাসক দলের কয়েকজন নেতা বলছেন আমরা ৩০ শতাংশ মুসলিম এক হলে আরো চারটে পাকিস্তান গড়ে তুলতে পারি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকে পাকিস্তান করার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব বক্তব্য নির্বাচন কমিশনের দেখা উচিত। এরপর তাঁকে বক্তব্যের জন্য বহিষ্কার করা উচিত। যাতে উনি ভোটের সময় আর কোনো পাবলিক মিটিংয়ে বক্তব্য রাখতে না পারেন। আজ আমরা রাজ্য বিজেপির পক্ষ থেকে এই দাবী নিয়ে নির্বাচন কমিশনে এসেছি”। কমিশনে এই ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন অর্জুন সিং।