নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এবার লোকসভায় ধূমপানের অভিযোগ তুললেন। আজ লোকসভায় বিরোধী দলের সাংসদ অধিবেশন কক্ষে বসেই ই-সিগারেট খেয়েছেন বলে অভিযোগ তোলেন। যা শুনে সকলে হতবাক হয়ে যান। কারোর নাম না করেই অনুরাগ ঠাকুর অধ্যক্ষ ওম বিড়লাকে সম্বোধন করে জানান, ‘‘স্যার, আমি সদনকে জানাতে চাই, সারা দেশে ই-সিগারেট ব্যান। আপনি কি সদনে তার অনুমতি দিয়েছেন?’’ ওম বিড়লা উত্তর দেন, ‘‘না’’।

এরপর অনুরাগ ঠাকুর বলেন, ‘‘তৃণমূলের সাংসদ খাচ্ছে। কয়েকদিন ধরে টানা বসে বসে খাচ্ছেন। আপনি চেক করান স্যার।’’ তখন অধ্যক্ষ জানালেন, ‘‘আমি সমস্ত সদস্যকে বলব, আমাদের সংসদীয় পরম্পরা ও সংসদীয় নিয়ম মেনে চলা উচিত। এই নিয়ে কোনো বিষয় এলে আমি নিশ্চয়ই খতিয়ে দেখব।’’

উল্লেখ্য, এই ই-সিগারেট হলো ধূমপানের ডিজিটালাইজেশন। অর্থাৎ ইলেক্ট্রনিক ডিভাইসে লিক্যুইড থাকে। ওই ভেপ-ডিভাইস থেকে ইনহেল করতে হয়। সাধারণত ওই লিক্যুইডে নিকোটিনের সঙ্গে ফ্লেভার ও অন্যান্য কেমিক্যাল মেশানো থাকে। এক্ষেত্রে ট্র্যাডিশনাল সিগারেটের মতো তামাক পোড়ানোর বিষয় নেই। কিন্তু যখন নিকোটিন আছে, তা মোটেই স্বাস্থ্যকর হতে পারে না। অনেকেরই এই ই-সিগারেট খাওয়ার অ্যাডিকশন আছে। তবে ভারতে এই ই-সিগারেট নিষিদ্ধ।
Sponsored Ads
Display Your Ads Here









