নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) গোরু পাচার মামলায় আরো ১১ দিনের হেফাজতে নিলেন। আজ দিল্লির রাউস অ্যাভিনিউয়ের সিবিআই আদালত এই নির্দেশ দিয়েছে। আগামী ২১ শে মার্চ অনুব্রত মণ্ডলকে আবার আদালতে হাজির করাতে হবে।
ইডি সূত্রের খবর অনুযায়ী, গোরু পাচার মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে যে নথি এসেছে, তার ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এনামুল হক ও দেহরক্ষী সহগাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য এবং নথি পাওয়া গিয়েছে সেই অনুযায়ী অনুব্রত মণ্ডলকে জেরা করার প্রয়োজন।
এছাড়া গোরু পাচারের টাকা কোথায় গেল, সেই সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদ করা হবে। বিশেষ করে অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তি কোথা থেকে এল, তা নথি দেখিয়ে প্রশ্ন করা হতে পারে। ঘটনাচক্রে ইডি সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করেছে। অনুব্রত মণ্ডল ও সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
তাছাড়া তাঁর ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশ কোঠারি সহ বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইডি দাবী করেছে যে, “বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে রহস্যের জট অনেকটাই খুলতে পারে। তাই অনুব্রত মণ্ডলের ইডি হেফাজতের মেয়াদ বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন ছিল।”