নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ প্রায় পাঁচ মাস বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গোরু পাচার মামলায় জেলে রয়েছেন। কিন্তু এবার অনুব্রত মণ্ডল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন। বুধবারই এই মামলার শুনানি হতে পারে।
ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তাঁকে তদন্তের প্রয়োজনে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে প্রোডাকশন ওয়ারেন্টে চেয়েছিল। সোমবার ইডি অনুব্রত মণ্ডলকে গোরু পাচার মামলায় দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি পেয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
সেই মতো অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়। তবে মঙ্গলবার তাঁকে রাজ্য পুলিশ অন্য একটি মামলায় অভিযুক্ত করে দুবরাজপুর আদালতে তোলেন। সেই মামলায় সাত দিনের পুলিশী হেফাজত হয়েছে। আবার এর মধ্যেই দিল্লিযাত্রা আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here