স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ ভোটের ফলাফল ঘোষণা করতেই শাসক বিরোধী সংঘর্ষে লিপ্ত। এটি নদীয়ার হাঁসখালি মাঠ পাড়ার ঘটনা। আহত ব্যক্তির নাম নাসির মন্ডল। বয়স ৪৫ বছর। নাসিরকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
Sponsored Ads
Display Your Ads Hereপ্রসঙ্গত গতকাল বিধানসভা ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছিল। আর সেই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করেই নদীয়ার হাঁসখালিতে তৃণমূল বিজেপির সংঘর্ষ শুরু হয়। জানা যায়, হাঁসখালি থানার মাঠপাড়ার নাসির মন্ডল তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী। আর সেই পাড়াতেই বিজেপি কর্মী মারন মণ্ডল ও আসান মন্ডলেরা থাকেন। কিন্তু ভোটের ফলাফলে তৃণমূলের জেতার খবর পেতেই মাঠপাড়া উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে যে, বিজেপি কর্মী মারন মন্ডল দলবল নিয়ে তৃণমূল কর্মী নাসিরের বাড়িতে হামলা চালায়।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=D_294OE3TE4
পরিবারের পক্ষ থেকে দাবী করা হয় যে, নাসিরের ওপর বিজেপি কর্মী মারন মন্ডল, আসান মন্ডল সহ আরো অনেকে দা এবং হেঁসো দিয়ে আক্রমণ করে। তার মাথায় হেঁসো দিয়ে কোপ মারা হয়। গুরুতর আহত অবস্থায় নাসিরকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়। গোটা বিষয়ে হাঁসখালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।