নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ দেশের সবচেয়ে দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রায় বিঘ্ন লেগেই আছে। মোষের পাল, গোরুর পর আজ আবার ষাঁড়ের সাথে এই তীব্র গতিসম্পন্ন ট্রেনের ধাক্কা লেগেছে।
এদিন মুম্বই সেন্ট্রাল থেকে গুজরাতের গান্ধীনগরের উদ্দেশ্যে ট্রেনটি রওনা দিলে মাঝপথে মুম্বই সেন্ট্রাল ডিভিশনে অতুল এলাকার কাছে একটি ষাঁড়ের সাথে ধাক্কা লাগে। এর ফলে ইঞ্জিনের সামনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণে প্রায় ১৫ মিনিট ট্রেনটি দাঁড়িয়েছিল। কিন্তু বড়ো কোনো বিপত্তি ঘটেনি।
প্রসঙ্গত, এর আগেও এই ট্রেন মোষের পালকে ধাক্কা মেরেছিল। এরপর একটি গরুকেও ধাক্কা মেরেছিল। যার কারণে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল। এই জোড়া বিপত্তির পর ট্রেনের চাকায় গোলমাল ধরা পড়ে। আচমকাই চলন্ত ট্রেনের চাকা আটকে গিয়েছিল।
রেল সূত্রে জানা গিয়েছিল, চাকায় সমস্যা ধরা পড়ার পরই কর্মীরা দিল্লি থেকে বারাণসীগামী ট্রেনটিকে থামিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। আর মেরামতির পর ট্রেনটিকে নিয়ন্ত্রিত গতিবেগে ২০ কিলোমিটার দূরে খুরজা স্টেশনে নিয়ে এসে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে শতাব্দী এক্সপ্রেসে তুলে দেওয়া হয়।