ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ বাংলাদেশে এক হিন্দু যুবককে চোর সন্দেহে তাড়া করতেই ওই যুবক প্রাণ বাঁচাতে খালের জলে ঝাঁপ দিলে ডুবে মারা যায়। নওগাঁর মহাদেবপুরের এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। মৃতের নাম মিঠুন সরকার৷ বয়স ২৫ বছর। বাড়ি ভান্ডারপুর গ্রামে।

জানা গেছে, গতকাল দুপুরে হাট চকগৌরি বাজার এলাকায় স্থানীয় কিছু যুবক মিঠুনকে চোর সন্দেহে ধাওয়া করে। এরপর সে প্রাণ রক্ষা করার জন্য প্রচণ্ড গতিতে দৌড়াতে শুরু করে। শেষে কোনো পথ না পেয়ে দিকবিদিকশুন্য হয়ে যুবকদের হাত থেকে বাঁচতে রাস্তার পাশে থাকা খালে লাফ দেয়। কিন্তু তারপর থেকে আর দেখা পাওয়া যাচ্ছিল না।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মিঠুনের খোঁজে রাজশাহী থেকে ডুবুরি আনিয়ে খালে নামানো হয়। বেশ কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকেলবেলা নাগাদ খাল থেকে মিঠুনের দেহ উদ্ধার করে মৃতদেহ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে এলাকাবাসীরা মিঠুনের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন, পুলিশ তা খতিয়ে দেখছে।
Sponsored Ads
Display Your Ads Here









